রিসেন্টলি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট 2022 বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সারাদেশে আবারও নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার সিধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়৷ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট 2022
জানা গেছে সারাদেশে আবারও নতুন করে ২৬ হাজার ৩৬৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর এ নিয়োগ থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক বা ডিগ্রি পাস করা হচ্ছে। এর আগে নারীরা এইচএসসি পাশে আবেদন করতে পারলেও এই সুযোগ আর নেই।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট 2022 PDF Download
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ সংক্রান্ত বা DPE প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল 2021 দেখতে http://www.dpe.gov.bd/site/view/notices অথবা Result Link –https://mopme.gov.bd/site/notice এই লিংকে ক্লিক করতে হবে। তাহলে JPG+PDF ফলাফল প্রকাশ সম্পর্কিত ফাইল Download করতে পাবেন।
![প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট 2022 [JPG+PDF Download Now]](https://ejobbd.xyz/wp-content/uploads/2022/07/image-8.png)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আরও বলেন, আগামী মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং হিসেবে মিড ডে মিল চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে মুজিববর্ষে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালুর কার্যক্রম চলছে।
জানা গেছে, দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আংশ হিসাবে প্রথম ধাপে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। পরবর্তীতে আবারও শিক্ষক নিয়োগ দেওয়া হবে ৬৫ হাজার আসন পূরণ করার জন্য।
নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন খুব দ্রুত ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। কুড়িগ্রাম ৩০ জানুয়ারী ২০২০ তারিখে পিটিআইতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপিএড কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আগামী মাসে নতুন করে আরো ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মাধ্যমে চরাঞ্চলের যেখানে শিক্ষক থাকতে চায় না- সেখানে শিক্ষক দেয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি যেসব হাওর ও চরাঞ্চলে বিদ্যালয় নেই সেখানে নতুন করে বিদ্যালয় করা হবে।
এর আগে গত বছরের ৩০ জুলাই ২০১৮ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এ পর্যায়ে ১৮ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে চোখ রাখুন।
dpe রেজাল্ট দেখার নিয়ম; dpe রেজাল্ট দেখার নিয়ম বিজ্ঞপ্তিতে তুলে ধরা আছে।
আরও শিক্ষামূলক পোস্ট পড়ুন.