বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সার্কুলারে অসংখ্য পদে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমান বাহিনী নিয়োগ এমওডিসি 2022, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২, বিমান বাহিনী নিয়োগ 2022, এমওডিসি ও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল জেলার প্রার্থীদের দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সার্কুলার
চাকরিদাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ বিমান বাহিনী |
---|---|
চাকরির ধরন | সরকারি চাকরি– ডিফেন্স চাকরি |
আবেদনের জেলাসমূহ | সকল জেলা |
অফিশিয়াল ওয়েবসাইট | https://baf.mil.bd |
পদের সংখ্যা | ৩৭৪+৯৬৬ জন, |
বয়সসীমা | ১৬.৫-৩০ বছর পর্যন্ত |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক পাশ |
আবেদনের শেষ তারিখ | ১৮ জুলাই ও ০৯ সেপ্টেম্বর, ২০২২ |
আবেদনের মাধ্যম | Online মাধ্যমে |
বিমান বাহিনীতে আবেদন করার নিয়ম:
বিমান বাহিনীতে আবেদন করার নিয়ম: বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক বিভিন্ন পদে ৩৭৪ জনকে (১৪-২০ গ্রেডে) নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশ বিমান বাহিনীর আবেদনের ওয়েবসাইটে (joinairforce.civ.baf.mil.bd) গিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
অনলাইন পদ্ধতিতে সরাসরি ওয়েবসাইটে প্রেস করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১০০০ (এক হাজার টাকা) পরিশোধ করা হলে রেজিস্টিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।
বাংলাদেশ বিমান বাহিনী এর অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামী 25 April 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন।
বয়সঃ সকল ট্রেড ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (০১ জানুয়ারি, ২০২৩ তারিখে), বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত, উচ্চতা -পুরুষঃ ৬’৪ ইঞ্চি ও বুকের মাপ ৩২ ইঞ্চি, উচ্চতা -মহিলাঃ জিডি(পি) ৬’৪ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি।
আবেদনপত্র সংগ্রহের জন্য নন-পাবলিক ফান্ড, বিএএফ-এর অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকা মৃল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার জমা দিতে হবে।
প্রতি কার্যদিবসে ০৮ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এবং তেজগাঁও বিমানবন্দরস্থ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
ব্যাংক ড্রাফট অবশ্যই ট্রাস্ট ব্যাংক, অগ্রনী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক অথবা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এর যে কোনো শাখায় পরিশোধযোগ্য হতে হবে।
শাখা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
জিডি(পি) | উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে এ গ্রেড |
লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল | উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ |
ফিন্যান্স | উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ ও গণিত/হিসাব বিজ্ঞানে এ গ্রেড |
এডমিন | উভয় পরীক্ষায় যেকোন শাখায় জিপিএ ৪.৫০ |





